শিক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
১০ মার্চ ২০২২ ১৯:১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়: দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাফি নামের এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাস ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় উপাচার্য তাদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আহত শিক্ষার্থীর চিকিৎসা ও দুর্বৃত্তদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেন।
এ সময় উপাচার্য বলেন, ‘পুলিশকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। তার আগে আমার ছেলেটাকে বাঁচাই। সকালে ডাক্তার যেতে দেরি করায় আমি প্রশাসনকে বলে ডাক্তার পাঠিয়েছি। ডাক্তার বলেছে, ঢাকায় পাঠালে ভালো হবে। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠিয়েছি। এমনকি ওই শিক্ষার্থীর বাড়িতেও আমরা যোগাযোগ করেছি।’
তিনি বলেন, ‘মেস মালিককে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা মামলা করব। সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, পুলিশ প্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকার সব মেস মালিককে নিয়ে আমরা বসব।’
মেস মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরা আছে বলেই তোমরা রাজশাহীতে টিকতে পারছো। শিক্ষার্থীরা না থাকলে তোমাদের বিল্ডিং দিয়ে কি হবে? শিক্ষার্থীদের মঙ্গলের জন্য যা যা করা দরকার আমি তাই করব। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যায়ভার ও মনিটরিং বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।
এদিকে, আহত নাফির বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের অভিভাবক উপাচার্য স্যারের অনুরোধে বিক্ষোভ মিছিল এখানেই স্থগিত করছি। আগামী রোববারের (১৩ মার্চ) মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার করা না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।’
উল্লেখ্য, ‘গতকাল (৯ মার্চ) রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাফফাত নাঈম নাফি নামে এক শিক্ষার্থী আহত হন। পরে আহত নাফিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সারাবাংলা/পিটিএম