দুদকের শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির বিষয়ে রিটের আদেশ ১৫ মার্চ
১০ মার্চ ২০২২ ১৯:০৫ | আপডেট: ১১ মার্চ ২০২২ ০০:১৩
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৫ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে, ২৩ ফেব্রুয়ারি এই ঘটনায় রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। রিটে দুদক চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়।
রিটে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়।
গত ২০ ফেব্রুয়ারি শরীফের উদ্দিনের জীবনের নিরাপত্তার বিষয়ে ১০ আইনজীবী হাইকোর্টের একটি বেঞ্চে এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে শরীফ উদ্দীনের জীবনের নিরাপত্তা বিধান ও চাকরিচ্যুতির ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
পরে চিঠিটি গ্রহণ করে এ বিষয়ে রিট দায়েরের পরামর্শ দেন হাইকোর্ট। এরপর গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটকারী ১০ আইনজীবী হলেন— মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।
আরও পড়ুন
দুদকের শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি, হাইকোর্টে ১০ আইনজীবীর রিট
শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে দুদকের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
দুদকের ভাবমূর্তি রক্ষায় শরীফকে চাকরিচ্যুত করা হয়েছে
শরীফের বিরুদ্ধে করা ৩ বিভাগীয় মামলা স্থগিত
সৎ ও সাহসী হওয়াই শরীফ উদ্দিনের অপরাধ?
প্রভাবশালীদের চাপে শরীফকে চাকরিচ্যুত করা হয়নি: দুদক সচিব
চাকরিচ্যুত শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে চিঠি
সারাবাংলা/কেআইএফ/একে