Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ১৭:০৮

ঠাকুরগাঁও: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয় এবং অপর জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় এবং দুপুরে পৌর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের দায়মুল ইসলামের ছেলে সুজন ইসলাম (১৭) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান একই গ্রামের দেলোয়ার হোসেন (২১)। আরেক দুর্ঘটনায় মারা যান ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী মহল্লার নুরুল ইসলাম (৬০)। এ সময় আহত হন মৃত নুরুল ইসলামের ছেলে নাবিল (১৩)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দেলোয়ার হোসেন ঢাকা থেকে বালিয়াডাঙ্গীতে আসেন। তার চাচাতো ভাই সুজন ইসলাম তাকে নিয়ে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে ডাঙ্গীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সুজন মারা যান। দেলোয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

অপর ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, বিসিক শিল্প নগরী এলাকায় রুহিয়া সড়কে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়। এসময় আহত হন তার ছেলে নাবিল।

সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরেকজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ভ্যাট: বাজারে নতুন আরেক আতঙ্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর