২৪ ঘণ্টায় করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ৩২৭
১০ মার্চ ২০২২ ১৬:৩০ | আপডেট: ১০ মার্চ ২০২২ ১৬:৪৭
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল এক। এছাড়া একই সময়ে করোনায় সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে শনাক্তের হার।
গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২৭ জনের শরীরে, যা আগের দিন ছিল ৩২৩। অন্যদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৯১ শতাংশে।
বৃহস্পতিবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৯টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬২টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের দিনেরসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১০৩টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৬ লাখ ৩৮৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৫২ হাজার ৭৪৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৫ লাখ ৪৭ হাজার ৬৩৮টি।
সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে শনাক্তের হার
আগের দিন দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩২৩ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৩২৭ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তর হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১ দশমিক ৯১ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৩৩ শতাংশ।
কমেছে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা
আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২ হাজার ৮২৪ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ২ হাজার ৪৭৯ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯৫ দশমিক ২০ শতাংশ।
২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান এক জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১০০ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে তিন জন মারা গেছেন তাদের প্রত্যেকেরই সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে।
মৃত্যু শুধু ঢাকা ও খুলনা বিভাগে
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে ঢাকা বিভাগে দু’জন এবং খুলনা বিভাগে এক জনের মৃত্যু হয়েছে। এর বাইরে দেশের অন্য ছয় বিভাগে কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি। এদিকে, মৃত ওই তিন জনের মধ্যে দুই জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, আর এক জনের বয়স ৭১ থেকে ৮০ বছরেরে মধ্যে।
সারাবাংলা/পিটিএম