ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
১০ মার্চ ২০২২ ১৬:১৯ | আপডেট: ১০ মার্চ ২০২২ ১৯:০৫
ঢাকা: শেয়ারের দাম কমার সীমা নির্ধারণের ঘোষণার পর টানা তিন দিন পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। সূচকের উত্থানের পাশাপাশি আর্থিক ও শেয়ার লেনদেনও বাড়ছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এটি গত ২৪ ফেব্রুয়ারি বা ৯ কার্যদিবস পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অব্যাহত ছিল।
এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানির ৩০ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছ ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৬১ কোটি ২০ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭৩ কোটি ১ লাখ টাকা। এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৮ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএসই শরিয়া সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩৫ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮৩টি কোম্পানির ১ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৪০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। আগের দিন সিএসইতে ২৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৮২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪০০ পয়েন্ট উঠে আসে।
সারাবাংলা/জিএস/পিটিএম