Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ১৬:০৮

প্রতীকী ছবি

বরিশাল: নগরীর আমির কুটির এলাকা থেকে শাহিদা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিদা দুই সন্তানের জননী ছিলেন। তিনি পটুয়াখালির কলাপাড়া উপজেলায় ইমরান হোসেনের স্ত্রী। স্বামী ও সন্তানদের সঙ্গে বরিশাল নগরীর আমির কুটির এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতের স্বামী ইমরান হোসেন জানান, রাত ১২টার দিকে বাচ্চাদের নিয়ে ঘুমাতে যায় শাহিদা। আমি পাশের রুমে কিছু কাজ করছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে রুমে গিয়ে দেখি তিনি গলায় ফাঁস দিয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটা এখনি বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলছে। যেহেতু একই রুমের ভেতরে ঘটনা ঘটেছে তাই সন্দেহ হচ্ছে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসএ

ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর