Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্বাভাবিক বিষয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ১৫:৪৬ | আপডেট: ১০ মার্চ ২০২২ ১৭:২৮

রাজশাহী: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি স্বাভাবিক বিষয়। বিশ্বের সব দেশের পণ্যের দাম কমে-বাড়ে। কিন্তু, দাম বাড়লেই আমদানিনির্ভর পণ্যগুলোর শুল্ক কমিয়ে দেওয়ার দাবি ওঠে। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, দাম বাড়লে নানান মেকানিজম করে শুল্ক কমিয়ে বাজার ঠিক রাখার চেষ্টা করা হয়। কিন্তু, শুল্ক আহরণ না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই মানুষকে ভাবতে হবে যে, একটু বেশি দাম দিয়ে হলেও পণ্যটা কিনতে হবে। বিশ্বের সব দেশেই দাম বাড়ছে এবং এটা কমে যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজশাহীতে ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে উন্নয়ন দৃশ্যমান হলে জনগণ ভাবে তাদের টাকায় উন্নয়ন হচ্ছে। তারা ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়। এখন সেটা হচ্ছে, তাই উন্নয়নের ট্যাক্স দিতে হবে।

সভায় মুক্ত আলোচনায় নওগাঁ শিল্প ও বণিক সমিতির পরিচালক মোতাহার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির পরিচালক আবদুল আউয়াল, জয়পুরহাট শিল্প ও বণিক সমিতির পরিচালক এম এ করিম, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবু বাক্কার, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজিটি নাজনীন, নারী উদ্যোক্তা আফসানা আশা প্রমুখ বক্তব্য দেন। আসছে বাজেটে তারা ব্যবসাবান্ধব নানান দাবি তুলে ধরেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনবিআরের শুল্কনীতি বিভাগের সদস্য মাসুদ সালেক, মূসক নীতি সদস্য জাকিয়া সুলতানা ও করনীতির সদস্য শামসুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর