Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে কৃষির আঞ্চলিক ডিজিটাল হাব করার প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২২ ২০:৫১

ঢাকা: এশিয়া-প্যাসিফিক আঞ্চলে বাংলাদেশকে কৃষির আঞ্চলিক ডিজিটাইজেশন হাব করার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে সচিব পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বুধবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে এ প্রস্তাব দেওয়ার কথা জানান কৃষি সচিব সায়েদুল ইসলাম। এর আগে, সকাল থেকে এফএও’র সদস্য দেশগুলোর কৃষি সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিনেও সচিব পর্যায়ের হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সচিব জানান, দেশে এ ধরনের একটি হাব হতে পারে, যা আঞ্চলিকভাবে গুরুত্ব পাবে। আমরা প্রস্তাব করেছি, যদি দেশে একটি ডিজিটাইজেশন হাব করা যায় তবে তা কৃষির উন্নয়নে ভূমিকা রাখবে।

পরে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার বলেন, ‘প্রতিটি সম্মেলনে একটি প্রস্তাবনা থাকে। সেই প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশের পক্ষে এ আঞ্চলিক ডিজিটালাইজেশন হাব করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এটি একটি ধারণা পর্যায়ে রয়েছে। প্রস্তাব গ্রহণ হলে সেটা নিয়ে ধারণাপত্র তৈরি করা হবে। সেটা নিয়ে বিস্তর আলোচনা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষির ডিজিটালাইজেশনে অনেক এগিয়ে। দেশের বিভিন্ন হাইটেক পার্কে ইনক্রিবিউশন সেন্টারে কাজ হচ্ছে। আমরা এটাকে বিস্তরভাবে কাজে লাগাতে চাই। তাহলে সেটার ব্যাপক সুবিধা নেওয়া যাবে। দেশ এগিয়ে যাবে।’

এদিকে, কৃষি সচিব বলেন, ‘বুধবার সকাল থেকে ৩৭তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোথায় হবে সে বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দেশ এখন তাদের নাম প্রস্তাব করবেন। এ নিয়ে প্রয়োজনে ভোট হবে। সদস্য দেশগুলোর মধ্যে বেশি সংখ্যক দেশ যেখানে এ সম্মেলন করতে চাইবে- সে দেশ আয়োজক হিসেবে নির্ধারণ হবে।’

বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে কি ধরনের আলোচনা হয়েছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সায়েদুল ইসলাম বলেন, ‘সম্মেলনের এজেন্ডাগুলো অনেক আগে নির্ধারিত ছিল। এর বাইরে অন্যান্য সমসাময়িক এজেন্ডা প্রসঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেটা এখনও হয়নি।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কৃষি হাব বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর