Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরে ২৫ জনকে নিয়োগের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২২ ২০:২৮ | আপডেট: ১০ মার্চ ২০২২ ১৩:২৫

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অধীন ছয়টি জেলার সিভিল সার্ভিস অফিসে সুইপার, এমএলএসএস, মালি ও ওয়ার্ড বয় পদে ২৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহম্মদ মাহবুব উল- ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, স্বাস্থ্য অধিদফতরের অধীন ছয়টি জেলার সিভিল সার্ভিস অফিসে সুইপার, এমএলএসএস, মালি ও ওয়ার্ডবয় পদে ২৫ জনের দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে তাদের ৯০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২০১২ সালের ১৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়ায় তারা রিট দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে আদালত ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর রুল জারি করেছিলেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ ২৫ জনকে ৯০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন।

নওগাঁ, নোয়াখালী, ফরিদপুর, বরিশাল, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার মো. রফিকুল ইসলাম, মো. মোজাম্মেল হক সুমন, মোহাম্মদ বাহার, মো. হারুনুর রশিদ, মো. আমজাদ হোসেন, নুরুল ইসলাম, মো. মামুনুর রশিদ, জাহাঙ্গির হোসেন, সুলতান আহমেদ এবং সুমন চন্দ্র ভৌমিকসহ ২৫ জন রিট দায়ের করেছিলেন।

সারাবাংলা/কেআইএফ/একে

স্বাস্থ্য অধিদফতর হাইকোর্ট

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর