Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেলিব্রেটিদের’ ছবি দিয়ে প্রতারণার জাল ইরাকফেরত তরুণের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২২ ২০:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের এক নারী চিকিৎসকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ঝিনাইদহ থেকে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘ফেসবুক সেলিব্রেটি’ হিসেবে পরিচিত নারীদের ছবি দিয়ে ভুয়া আইডি খুলে গত তিন বছর ধরে প্রতারণা করে আসছিলেন তিনি।

মঙ্গলবার (৮ মার্চ) রাতে ঝিনাইদহ জেলার সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী বাজার থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ। গ্রেফতার মিরাজ উদ্দিন (২২) নলডাঙ্গার আড়মুখী গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

বিজ্ঞাপন

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে কর্মরত স্ত্রী ও চর্মরোগ বিশেষজ্ঞ নুসরাত সুলতানার ছবি ব্যবহার করে তিনটি আইডি চালু করেন মিরাজ। ওই আইডির মাধ্যমে নুসরাতকে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) নামে একটি সংগঠনের পরিচালক পরিচয় দিয়ে স্কিন লেজার সেন্টার স্থাপনের জন্য মানবিক সহায়তা দাবি করেন। অর্থ পাঠানোর জন্য বিকাশ নম্বরও সেখানে পোস্ট করে।

নুসরাতের স্বামী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ মঈন উদ্দীন গত ১৯ ফেব্রুয়ারি নগরীর আকবর শাহ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূয়া ফেসবুক আইডি পরিচালনাকারী মিরাজকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার দাশ সারাবাংলাকে বলেন, ‘মিরাজ ইরাকে ছিল। ২০১৯ সালে সে দেশে ফিরে আসে। এরপর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা শুরু করে। ফেসবুকে যেসব নারী সেলিব্রেটি হিসেবে পরিচিত, যাদের ফ্রেন্ড-ফলোয়ার বেশি, তাদের ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে। এরপর বিভিন্ন মানবিক ঘটনা উল্লেখ করে অসহায় মানুষের ছবি ব্যবহার করে ফ্রেন্ড-ফলোয়ারদের কাছ থেকে সহযোগিতার নামে টাকা আদায় করে। এভাবে সে গত তিন বছরে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমরা তার চারটি ভুয়া আইডি শনাক্ত করেছি।’

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে গ্রেফতার মিরাজ প্রতারণার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান এসআই সুফল।

সারাবাংলা/আরডি/টিআর

প্রতারণা ফেসবুকে প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর