Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউক্রেনের সরকার উৎখাতের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার’

আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২২ ১৯:৩৮ | আপডেট: ১০ মার্চ ২০২২ ০৪:৪৫

ইউক্রেনে সরকার উৎখাতের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (৯ মার্চ) মস্কোতে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের মাধ্যমে সেদেশের সরকার উৎখাতের কোনো পরিকল্পনা নেই। আমরা ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চাই না। আমাদের সামরিক অভিযান বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়।

বিজ্ঞাপন

মুখপাত্র জানান, দোনেস্কো এবং লুহানেস্কো পিপলস রিপাবলিককে রক্ষা করতে চায় মস্কো। ২০১৪ সালে রাজনৈতিক অভ্যুত্থানের পর এ দুই প্রদেশ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এছাড়া রাশিয়া ইউক্রেনকে অস্ত্রহীন করার জন্যও এই সামরিক অভিযান চালিয়েছে।

জাখারোভা অভিযোগ করে বলেন, ন্যাটো ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে, যা রাশিয়ার জন্য সামরিক হুমকি তৈরি করেছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে কেবল সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে, যেমন বিমান ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশন। ইউক্রেন অবশ্য মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে বরাবর বলে আসছে, যুদ্ধে বেসামরিক আবাসিক এলাকায় ভারী গোলাবর্ষণ করছে রুশ সেনারা।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর