Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের নামে প্রতারণা: স্কুল শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২২ ১৮:৩৮ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১৮:৪০

ঢাকা: বিয়ের নামে প্রতারণার অভিযোগের মামলায় আশরাফ হোসাইন নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ মার্চ) বিকেলে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মাহবুব আলম এ তথ্য জানান।

তিনি জানান, আসামি আশরাফ মানিকগঞ্জের সিঙ্গাইর থানার খাসের চরের ফজলুর রহমানের ছেলে। তিনি সিঙ্গাইর পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক।

বাদীর অভিযোগে বলা হয়, ২০১৯ সালে ঢাকার আশুলিয়া এলাকায় তাসলিমা আক্তার নামের এক নারীকে হলফনামার মাধ্যমে বিয়ে করেন আসামি। কাজী অফিসে নিবন্ধন করলে চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে বলে সে তাসলিমার পরিবারকে জানান। ভুক্তভোগীর পরিবার বিষয়টি বিশ্বাস করে। এরপর তারা একসঙ্গে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করতে থাকে।

অভিযোগে আরও বলা হয়— কাবিননামা না থাকায় এই সুযোগ নিয়ে আসামি আশরাফ অন্যত্র বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করেন।

সারাবাংলা/এআই/একে

আদালত কাবিননামা গ্রেফতারি পরোয়ানা প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর