Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২২ ১৭:৫৫

চট্টগ্রাম ব্যুরো: ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। বুধবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিন্নাতুন নেসা (২) ওই গ্রামের ওমর ফারুকের মেয়ে। মৃত আরেকজন মিম (৩) ওমর ফারুকের ভাই নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে তারা খেলছিল। খেলতে গিয়ে দুজন পানিতে পড়ে যায়। আশপাশে উপস্থিত লোকজন দেখে দ্রুত তাদের পুকুর থেকে তুলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, হাসপাতালে আনার পর দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এসএসএ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর