সয়াবিন তেল মজুতের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
৯ মার্চ ২০২২ ১৭:৩৭ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১৯:০২
বাগেরহাট: বাজারে সয়াবিন তেলের সংকটের মধ্যেই অবৈধভাবে মজুতের দায়ে বাগেরহাটে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারের দু’টি দোকানে গোডাউনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত এই জরিমানা করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক ও রোহান সরকার ওই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যামাণ আদালত সূত্র জানায়, অভিযানে বাজারের পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে ৪ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুত পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক শংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দু’জনেই জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। বাগেরহাটে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এর ভিত্তিতে বাজারের দুইটি দোকানে আমরা অভিযান চালিয়েছি। এসময় আরও এক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায় বলে জানান তিনি।
মোজাহেরুল হক বলেন, অভিযানে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরে আমরা সয়াবিন তেলের অবৈধ মজুতের প্রমাণ পাই। গোডাউনে খালি ড্রামের আড়ালে কার্টনের পর কার্টনে সয়াবিন তেল মজুত করে রেখেছিল। দোকানগুলো মূল্য তালিকাও দেখাতে পারেনি। তারা আমাদের কাছে যে মূল্য রশিদ ও তালিকা দেখিয়েছে, তাতে উল্লেখ করা পরিমাণের চেয়েও অনেক বেশি তেলের মজুত তাদের কাছে ছিল।
ভ্রাম্যমাণ আদালত জানান, অভিযানে দুই ব্যবসায়ী আদালতের কাছে তেলের অবৈধ মজুতের অভিযোগ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন। পরে আদালত তাদের দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহেরুল হক বলেন, আমরা আরও অনেক অভিযোগ পেয়েছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এই অভিযান চলমান থাকবে।
সারাবাংলা/টিআর