Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২২ ১৬:০২ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১৯:০২

ঢাকা: আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস।

বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে। এর আগে মহামারির কারণে সব মিলিয়ে দুই বছর বন্ধ ছিল তাদের ক্লাস।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/পিটিএম

১৫ মার্চ ক্লাস শুরু টপ নিউজ প্রাক-প্রাথমিক