রুশ-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার
৯ মার্চ ২০২২ ১৫:৩২ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১৭:৪৫
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা’র সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মস্কো। আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আন্টালিয়ায় একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।
বুধবার (৯ মার্চ) স্পুটনিক রেডিও স্টেশনকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে মারিয়া জাখারোভা বলেন, ‘যেহেতু ইউক্রেন বিষয়টি নিশ্চিত করেছে, সেহুত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। তুরস্ক এই বৈঠকের বিষয়ে আলোচনা শুরু করেছিল। সম্মেলনের ফাঁকে এই সভা অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। বুধবার (৯ মার্চ) ল্যাভরভের জন্য আন্টালিয়ার ফ্লাইট নির্ধারিত ছিল।’
আগামীকাল বৃহস্পতিবার আন্টালিয়ায় একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে ল্যাভরভ এবং কুলেবা দেখা করবেন। এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও যোগ দেবেন বলেও উল্লেখ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
সারাবাংলা/এনএস