ডিবিবিএলের ২৩১টি বুথে চুরি, অসিম কুমার গ্রেফতার
৯ মার্চ ২০২২ ১১:৩৩ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১৪:৫৬
ঢাকা: বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ২৩১টি বুথ থেকে টাকা চুরির ঘটনায় অসিম কুমার সোম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিরাপত্তা সংস্থা গার্ডা শিল্ডের ক্যাশ সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৯ মার্চ) সকালে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, মঙ্গলবার রাতে অসিমকে রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার ডাচ বাংলা ব্যাংকের ২৩১টি এটিএম বুথ থেকে বিশেষ কায়দায় টাকা আত্মসাৎ করার ঘটনায় আটজনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। ব্যাংকের দুই কোটি ৪২ লাখ টাকা উধাও হওয়ার বিষয়টি আলোচনায় আসার পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন অসিম কুমার সোম।
কাফরুল থানার ডিউটি অফিসার জানান, গত রোববার গার্ডা শিল্ড একটি মামলা করে। বুথের টাকা চুরির ঘটনায় গ্রেফতার আট জন ছাড়াও মামলার চার্জশিটে অসিম কুমারসহ আরও ১০ থেকে ১৫ জনের নাম উল্লেখ রয়েছে।
সারাবাংলা/ইউজে/এএম