জয়পুরহাটে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ২১:০১ | আপডেট: ৮ মার্চ ২০২২ ২৩:৪৯
৮ মার্চ ২০২২ ২১:০১ | আপডেট: ৮ মার্চ ২০২২ ২৩:৪৯
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মিশকাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশকাত উপজেলার হরেন্দা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনায় শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু মিশকাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। রাস্তা পার হওয়ার সময় শালাইপুর থেকে পাঁচবিবি বাজারের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। বেপরোয়া গতির ইজিবাইকটির ধাক্কায় শিশু মিশকাত গুরুতর আহত হয়।
ওসি বলেন, স্থানীয়রা মিশকাতকে উদ্ধার করে পাচঁবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/টিআর