ট্রেনের ধাক্কায় গেল ৫ম সন্তানেরও প্রাণ
৮ মার্চ ২০২২ ২৩:২৯ | আপডেট: ৮ মার্চ ২০২২ ২৩:৪২
রাজবাড়ী: পাঁচ সন্তানের জনক হাবিল ফকির। এর আগে একে একে বিভিন্ন দুর্ঘটনায় হারিয়েছেন চার সন্তনকে। দুই বছর বয়সী শিশু ইয়াছিন ফকিরই কেবল বেঁচে ছিল। এবার এক ট্রেনের ধাক্কায় পঞ্চম সন্তানটিও চলে গেছে না ফেরার দেশে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কালিকাপুর ইউপির কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ইয়াছিনের পরিবার কালুখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা রেল লাইন সংলগ্ন নিজ বাড়ির পাশে ঘাস কাটছিলেন। এ সময় শিশুটি রেল লাইনের পাশেই ঘুরাঘুরি করছিল। হঠাৎ গোয়ালন্দ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের ধাক্কায় ইয়াছিন ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, এর আগে হাবিল ফকিরের চারটি সন্তান বিভিন্ন দুর্ঘটনায় মারা যায়। ইয়াছিন ছিল তার পঞ্চম সন্তান। সেই সন্তানটির প্রাণও গেল এক দুর্ঘটনায়। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি মর্মান্তিক।
সারাবাংলা/টিআর