Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার দাবি মেনে নেওয়া নয়, আলোচনায় সমাধান দেখছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ ২০২২ ২৩:১১ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১১:২৬

ভলদোমির জেলেনস্কি, ছবি: তাস

রাশিয়া-ইউক্রেন চলমান সংকটে ক্রিমিয়া, দোনেস্কো ও লুগানস্ককে ইউক্রেনের স্বীকৃতি দেওয়া এবং ন্যাটোতে যোগ না দেওয়াকেই একমাত্র সমাধান বলে জানিয়েছে মস্কো। তবে এমন দাবি নাকচ করে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি বলেছেন, পুতিনের সঙ্গে আলোচনাতেই কেবল সমাধানের পথ খুলতে পারে। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

মঙ্গলবার (৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোতে যোগাদানে অস্বীকৃতি এবং ক্রিমিয়া, দোনেস্কো ও লুগানস্ককে ইউক্রেনের স্বীকৃতি দেওয়ার রুশ দাবির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ভলদোমির জেলেনস্কি বলেন, আমরা আল্টিমেটাম শুনতে রাজি নই৷ তবে এই মুহুর্তে আমাদের কাছে সম্ভব্য কিছু সমাধান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এমন উদ্যোগ নিতে হবে যাতে করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসা যায়।’

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং রুশ স্বঘোষিত স্বাধীন দোনেস্কো ও লুগানস্ককে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এটি তাদের জন্য আরও কঠিন।’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এক ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ডনবাস প্রজাতন্ত্রের নেতাদের অনুরোধে ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে দেশটির কোনো অঞ্চল দখলের কোনো পরিকল্পনা তার নেই।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ভলদোমির জেলেনস্কি রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর