Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ পক্ষকে সংযমী হওয়ার পরামর্শ শি’র

আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ ২০২২ ২৩:০১ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১১:২৬

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উভয়পক্ষকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলফ শোলজের ‍সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে শি এ আহ্বান জানান।

চীনা প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইর চলে না যায়, সবাই অগ্রাধিকার ভিত্তিতে সে ব্যাপারে মনযোগ দেওয়া দরকার। একইসঙ্গে, চীন-ফ্রান্স-জার্মানি একজোট হয়ে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় সমর্থন দেওয়ার প্রস্তাবও দেন তিনি।

এদিকে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ কূটনীতিক সম্পর্কের কারণে ইউক্রেনে আগ্রাসনের পরও তাদের ব্যাপারে কোনো ধরনের নিন্দা বা সমালোচনা করেনি বেইজিং। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবেও ভোট দেওয়া থেকে বিরত ছিল চীন।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ ইউক্রেন-রাশিয়া ওলাফ শোলজ শি জিনপিং

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর