Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবার না দেওয়ায় বাবুর্চিকে পেটালেন ছাত্রলীগ নেতাকর্মীরা

চবি করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৯:৫৬ | আপডেট: ৮ মার্চ ২০২২ ২০:০৮

চট্টগ্রাম ব্যুরো: শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ের বাবুর্চিকে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ২টায় হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন— যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোখলেছ, ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাদ্দাম হোসেন ও লোকপ্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোরশেদ।

বিজ্ঞাপন

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় উপলক্ষে অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা দুপুরের খাবার আয়োজন করেন। সোহরাওয়ার্দী হলের বাবুর্চি আবুল হাসেম এই দায়িত্ব পান। বিজয় গ্রুপের মুখলেসুর রহমান ও সাদ্দাম হোসেন গতকাল (সোমবার) থেকে তাদের জন্য পাঁচ প্যাকেট খাবার রাখতে বলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডাইনিং বাবুর্চি হাসেম তাদের খাবার না দেওয়ায় তাকে রান্নার খুন্তি দিয়ে মাথায় ও পেটে আঘাত করেন। এসময় ডাইনিংয়ের অন্যান্য কর্মচারীরা আটকাতে এলে তাদেরও লাথি ও কিল ঘুষি দেন অভিযুক্তরা। আহত অবস্থায় হাসেমকে বিশ্বিবদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোহরাওয়ার্দী হলের ডাইনিং ম্যানেজার মোহাম্মদ মানিক বলেন, তারা (সাদ্দাম ও মুখলেসুর) প্রায় সময় ‘ফাও খাবার’ খায়।  নিজের ইচ্ছামতো খাবার নিয়ে চলে যায়। টাকা চাইলে পরে দেবো জানিয়ে চলে যান।

বাবুর্চি হাসেম বলেন, দর্শন বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য রান্না করতে যাবতীয় বাজার কিনে গতকাল (সোমবার) আমাকে দেন। আজ (মঙ্গলবার) ছাত্রলীগের সাদ্দাম ও মুখলেস এসে আমার কাছে খাবার চান। বলেন, এখানে ভালো রান্না হলে তাদের জন্য তুলে রাখতে হবে। তা না করলে রান্না বন্ধ থাকবে বলে হুমকি দেন তারা।

বিজ্ঞাপন

হাসেম আরও বলেন, পরে শিক্ষার্থীদের কাছে সাদ্দাম ও মুখলেসদের জন্য খাবার চাইলে তারা খাবার দিতে অসম্মতি জানান। খাবারটা তাদের টাকায় রান্না হচ্ছে। তারা সম্মত না হওয়ায় আমিও তাদের খাবার দিতে রাজি হইনি। এসময় সাদ্দাম আমার কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করেন। খাবার না দেওয়ায় আমাকে মারধরও করেন।

জানতে চাইলে বিজয় গ্রুপে নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, যে অপরাধ করেছে সে ছাত্রলীগ হোক কিংবা সাধারণ শিক্ষার্থী হোক, সে অপরাধী। তাকে শাস্তির আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, খাবার না দেওয়ায় বাবুর্চিকে মারধরের একটি অভিযোগ আমরা পেয়েছি। দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সারাবাংলা/সিসি/টিআর

খাবার না দেওয়ায় মারধর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় গ্রুপ বাবুর্চিকে মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর