Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৯:০৮ | আপডেট: ৮ মার্চ ২০২২ ১৯:১১

রাব্বী মিয়া, ছবি: সারাবাংলা

নেত্রকোনা: জেলার বারহাট্টা উপজেলায় ১১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত কারাদণ্ডপ্রাপ্ত ওই পলাতক আসামির নাম রাব্বী মিয়া। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক উপস্থিত সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মোহাম্মদ লুৎফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা উপজেলার উজানগাঁও নামক গ্রামে গতকাল সোমবার রাত ২টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে রাব্বী মিয়াকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, রাব্বী মিয়া আটপাড়া থানার ২০১৩ সালের একটি ডাকাতির মামলার আসামি। ২০২১ সালে আদালত তাকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। কিন্তু রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন তিনি।

সারাবাংলা/এনএস

১১ বছরের সাজা পলাতক আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর