Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোবায় কম্বলে মোড়ানো তরুণীর লাশ, কোলে মৃত শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৬:২৯ | আপডেট: ৮ মার্চ ২০২২ ১৭:৪৭

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের এক ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৩ বছর বয়সী ওই তরুণীর কোলে ছিল দুই বছর বয়সী এক শিশুর মরদেহ।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া দক্ষিণপাইকসা এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, তরুণী ও শিশুটি সম্পর্কে মা-মেয়ে। তাদের হত্যা করে মরদেহ দুইটি কে বা কারা ডোবায় ফেলে দিয়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কম্বলে মোড়ানো দু’টি অজ্ঞাত মরদেহ দেখতে পাই। ওই তরুণী ও শিশুটি সম্পর্কে মা-মেয়ে হতে পারে। তাদের হত্যার পর ঘাতক বা ঘাতকরা হয়তো মরদেহ দুইটি এখানে ফেলে চলে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। নিহতদের পরিচয় জানার ও তাদের হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সারাবাংলা/টিআর

ডোবায় মরদেহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর