Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবকাশকালীন চেম্বার আদালতের দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১২:৩৩

ঢাকা: সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করা হয়েছে। আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলা অবকাশে তিনি চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন গতকাল সোমবার (৭ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ২২ মার্চ ও ২৯ মার্চ সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি নেবেন।

চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এরপর বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রথমবারের মতো চেম্বার আদালতের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

অবকাশকালীন চেম্বার আদালত বিচারপতি ইনায়েতুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর