Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূবাইলে ‘ভুয়া ডাক্তার’ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ২৩:৫৩ | আপডেট: ৮ মার্চ ২০২২ ০০:১০

গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মিরের বাজার এলাকা থেকে ডাক্তার পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রোববার (৬ মার্চ) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পূবাইল থানার মিরের বাজার এলাকায় দিপু মার্কেটের ‘রাফি ফার্মেসি’তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে দুইটি প্রেসক্রিপশন প্যাড, পাঁচটি ভিজিটিং কার্ড, একটি ডিজিটাল থার্মোমিটার, একটি রক্তচাপ মাপার যন্ত্র, একটি স্টেথোস্কোপ, একটি ব্লাড গ্লুকোজ মিটার, একটি পালস অক্সিমিটার, একটি টর্চলাইট, একটি কমপ্রেশার, একটি ফার্স্ট এইড বক্স, ছয়টি ফরসেপ, একটি ক্যানেলা, ছয়টি সার্জিক্যাল ব্লেড, একটি ব্লেড হোল্ডার, তিনটি সার্জিক্যাল নিডেল, দুইটি সার্জিক্যাল সাচার রোলসহ দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড এবং নগদ এক হাজার ৬৫০ টাকা জব্দ করে র‌্যাব।

গ্রেফতার মো. রবিউল ইসলাম (৩৪) দিনাজপুর জেলার উত্তর নওৈখর (চৌধুরী পাড়া) গ্রামের মো. হাবিবর রহমানের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর মিরের বাজার এলাকায় বসবাস করতেন।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গাজীপুর মহানগরীর পূবাইল থানার মিরের বাজার এলাকায় একটি ওষুধের দোকানে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পরে তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করি এবং তাকে গ্রেফতার করি।

সারাবাংলা/টিআর

ভুয়া ডাক্তার

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর