Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কাঁচা মরিচের কেজি ৮০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ২২:৪১ | আপডেট: ৮ মার্চ ২০২২ ০৪:২২

দিনাজপুর: সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়ে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামালের দোকানগুলোতে কমেছে কাঁচামরিচের সরবরাহ। এর প্রভাবেই বেড়েছে দাম। একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ টাকা।

বিজ্ঞাপন

হিলি বাজারে বুলবুল আহমেদ নামের এক ক্রেতা বলেন, বাজারে সব জিনিসের দাম বেড়েই চলেছে। বাজারে কয়েকদিন আগে কাঁচামরিচ কিনলাম ২৫-৩০ টাকায় কিনলাম। এরপর সেদিন কিনলাম ৫০ টাকা কেজি করে। আজ (সোমবার) বাজারে এসে শুনি প্রতিকেজি কাঁচা মরিচের দাম ৮০ টাকা। এভাবে দাম বাড়লে আমাদের বেঁচে থাকাই কষ্ট হয়ে যায়।

হিলি বাজারে কাঁচামাল বিক্রেতা ইব্রাহিম বলেন, দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের উৎপাদনে কিছুটা ব্যাহত হয়েছে। এর প্রভাবে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। ফলে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে বলে জানালেন এই বিক্রেতা।

সারাবাংলা/টিআর

কাঁচামরিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর