Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাশিয়াকে দোষ দিতে পারমাণু চুল্লি ধ্বংসের পরিকল্পনা ইউক্রেনের’

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২২ ২২:৪৭ | আপডেট: ৮ মার্চ ২০২২ ০৪:১৮

ছবি: তাস

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং জাতীয়তাবাদী গ্রুপ আজভ ব্যাটালিয়ন দেশটির খারকিভে অবস্থিত জাতীয় গবেষণা কেন্দ্রে ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির একটি পারমাণবিক চুল্লি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি রাশিয়ার। আর এ হামলা রুশ সেনাবাহিনীর ওপর দেওয়া হবে বলেও অভিযোগ করেছে দেশটি। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

সোমবার (৭ মার্চ) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং জাতীয়তাবাদী গ্রুপ আজভ ব্যাটালিয়ন সঙ্গে মিলে খারকিভ শহরের কাছাকাছি এলাকায় সম্ভাব্য তেজস্ক্রিয় দূষণ নিয়ে পরিকল্পনা করছে। ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে অবস্থিত একটি পরীক্ষামূলক পারমাণবিক সিস্টেমের একটি চুল্লির পাশে সুড়ঙ্গ খনন করেছে তারা।’

সেখানে আরও বলা হয়, ‘ইউক্রেনের সামরিক বাহিনী এবং আজভ ব্যাটালিয়নের সদস্যরা চুল্লিটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এমনিক ওই পরীক্ষামূলক পারমাণবিক ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য রাশিয়ান সশস্ত্র বাহিনীকে অভিযুক্ত করা হবে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ‘এ ঘটনায় প্রতিবেদন তৈরি করার জন্য গতকাল রোববার (৬ মার্চ) বিদেশি সাংবাদিকরা খারকিভে পৌঁছেছে। আর এক্ষেত্রে পরিবেশগত বিপর্যয় সৃষ্টির জন্য রাশিয়াকে অভিযুক্ত করা হবে।’

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ পারমাণবিক চুল্লি রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর