Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ২০:৫৮

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: ছাতকে পানিতে ডুবে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামের দু’বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামসংলগ্ন বটেরখাল নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের নজরুল ইসলামের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম (৮) ও প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিদা বেগম (৬) বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরে তারা পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোসলে করতে যায়। এসময় তারা পানিতে তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করে স্থানীয়রা বটেরখাল নদী থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে ছাতক থানা ঘটনাস্থলে পরিদর্শন করেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সারাবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

২ বোনের মৃত্যু ছাতক পানিতে ডুবে মৃত্যু সুনামগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর