আওয়ামী লীগ নেতা ববিতা বড়ুয়া গ্রেফতার
৭ মার্চ ২০২২ ২০:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক লেনদের চেক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন তিনি।
সোমবার (৭ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানার লাভ লেইনে আবেদিন কলোনি থেকে ববিতাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে জানান, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মামলার সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর ববিতা বড়ুয়াকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
ববিতা বড়ুয়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িত। চট্টগ্রাম থেকে একটি দৈনিক পত্রিকা প্রকাশনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম