Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়েবাড়িতে নাচানাচির সময় ধাক্কার জেরে বরের ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ১৮:২৫

কুড়িগ্রাম: হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচির সময় ধাক্কা লাগার জেরে এক কিশোর খুনের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনার জেরে কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (৭ মার্চ) সকালে পুরাতন রেল স্টেশন এলাকায় সুমন বাস্ফরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো.শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের নাম রাহুল বাস্ফর (১৮)। সে গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার এলাকার প্রদীপ বাস্ফরের ছেলে এবং বর রনি বাস্ফরের খালাতো ভাই বলে জানা গেছে।

বরপক্ষের লোকজন জানায়, রোববার (৬ মার্চ) রাতে গাইবান্ধার কাচারী বাজার এলাকার স্বপন বাস্ফরের ছেলে রনি বাস্ফরের সঙ্গে কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশন পাড়ার সুমন বাস্ফরের মেয়ে সুমি রানী বাস্ফরের বিয়ে হয়। বরপক্ষে প্রায় শতাধিক লোক আসেন। সোমবার সকালে বিয়ে বিদায়ের আগে মদ খেয়ে নাচানাচির সময় কনের প্রতিবেশি এক যুবকের সাথে রাহুলসহ কনেপক্ষের কয়েকজনের ধাক্কা লাগলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় উভয় পক্ষের লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে স্থানীয় হরিজন সম্প্রদায়ের এক যুবক আকস্মিক ছুটে এসে রাহুলের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বর পক্ষের আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার প্রতক্ষ্যদর্শী বরযাত্রী রুবন বাস্ফর বলেন, ‘ঘটনার সময় আমি একটু দূরে অবস্থান করছিলাম। সকালে নাচানাচির সময় সংঘর্ঘের জেরে স্থানীয় এক যুবক বাড়ি থেকে ছুরি নিয়ে এসে রাহুলের বুকে আঘাত করে। সেখানে রাহুলের সাথে থাকা কয়েকজন রাহুলকে বাঁচানোর চেষ্টা করলে তারাও আহত হয়। হামলাকারী ওই যুবক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

কনের বাবা সুমন বাস্ফর বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম। ওইদিকে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই। আমি দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।’

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে হামলাকারীর নাম প্রকাশ করেননি ওসি।

সারাবাংলা/এমও

কুড়িগ্রাম নাচানাচি বরের ভাই খুন বিয়েবাড়ি