Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরানের ক্ষোভ আমরা কি পশ্চিমের দাস

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২২ ১৭:১৯ | আপডেট: ৭ মার্চ ২০২২ ২০:০৭

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইসলামাবাদ-ভিত্তিক পশ্চিমা দূতদের তরফ থেকে লাগাতার চাপে অতিষ্ঠ ইমরান খান কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। পশ্চিমাদের উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘আমরা কি আপনাদের দাস?’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকেই মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। তবে চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো কয়েকটি এশিয়ার কয়েকটি দেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে। যুদ্ধ বাঁধানোর কারণে রাশিয়ার নিন্দা করার জন্য এসব দেশকে চাপ দিয়ে আসছেন পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা ২২টি দেশের কূটনৈতিক মিশন রাশিয়ার নিন্দা করার আহ্বান জানিয়ে পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠায়। তবে এতেও নিরপেক্ষ অবস্থান টলেনি ইমরান খানের।

পশ্চিমাদের অব্যাহত চাপে বিরক্ত ইমরান খান সোমবার (৭ মার্চ) এক রাজনৈতিক সভায় কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন,‘ আপনারা আমাদের কী মনে করেন? আমরা কি আপনাদের দাস যে আপনারা যা বলবেন আমরা তাই করব?’

ক্ষুব্ধ ইমরান খান তার ভাষণে পশ্চিমাদের উদ্দেশে বলেন, ‘আমি ইউরোপীয় দূতদের উদ্দেশে বলতে চাই: আপনারা কি এ ধরনের চিঠি ভারতকেও দিয়েছেন?’

পাকিস্তানের প্রধানমন্ত্রী পশ্চিমা গণমাধ্যমকে নিশানা করে অভিযোগ করেন, কাশ্মীরে ভারত যা করছে এসবের কোনো সমালোচনা করে পশ্চিমা গণমাধ্যম।

তার বক্তব্যে পূর্ব ও পশ্চিম সবার সঙ্গে ইসলামাবাদের সমানতালের মিত্রতার কথা তুলে ধরেন ইমরান খান। তিনি বলেন, ‘আমরা আমেরিকায় বন্ধু, রাশিয়ারও বন্ধু। আমরা যেমন ইউরোপের বন্ধু তেমনি চীনেরও বন্ধু। আমরা কোনো নির্দিষ্ট শিবিরে নেই।’

বিজ্ঞাপন

আফগানিস্তানে ন্যাটোর অভিযানে সমর্থন করেও পাকিস্তান পশ্চিমাদের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি বলেও উল্লেখ করেন ইমরান খান।

সারাবাংলা/আইই

ইউক্রেন ইমরান খান রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর