Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ১৪:১৯

গাজীপুর: মহানগরীর স্টেশন রোড এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রোববার (৬ মার্চ) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. আল আমিন(২৮) ও মো. আলী(৩৫)।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, নারায়ণগঞ্জ জেলা থেকে প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজধানী ঢাকা হয়ে গাজীপুর জেলার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসএসএ

গাঁজাসহ গ্রেফতার