কিয়েভসহ ৪ শহরে রাশিয়ার অস্ত্রবিরতি
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২২ ১২:৫৫ | আপডেট: ৭ মার্চ ২০২২ ১৩:০২
৭ মার্চ ২০২২ ১২:৫৫ | আপডেট: ৭ মার্চ ২০২২ ১৩:০২
বেসামরিক নাগরিকদের যুদ্ধ উপদ্রুত অঞ্চল ছাড়ার সুযোগ দিতে মানবিক কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিওপোল এবং সুমি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
সোমবার (৭ মার্চ) মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে, ইউক্রেনের কর্তৃপক্ষ বিষয়টি এখনও নিশ্চিত করেনি।
এর আগে, মারিওপোল শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, রুশ বাহিনী সে ঘোষণা মানেনি—এমন অভিযোগ তুলে সেখান থেকে বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নেয়নি ইউক্রেন।
সারাবাংলা/একেএম