চট্টগ্রাম আদালত ভবনের নাম পরিবর্তনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
৭ মার্চ ২০২২ ০০:২৮ | আপডেট: ৭ মার্চ ২০২২ ০০:৩৩
ঢাকা: চট্টগ্রামের পুরাতন আদালত ভবনের নাম পরিবর্তন করে জেলা প্রশাসকের কার্যালয় নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত ভবনের সামনের উন্মুক্ত স্থানে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৬ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, মুরাদ রেজা, আবদুস সালাম মামুন।
এর আগে, চট্রগ্রামের ঐতিহাসিক পুরাতন আদালত ভবনের নাম পরিবর্তনে নিষেধাজ্ঞা চেয়ে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিনের পক্ষে আইনজীবী রতন কুমার রায় ও ফারজানা সুলতানা সাথী হাইকোর্টে রিট দায়ের করেন।
গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের কোর্ট হিলের খোলা জায়গায় কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে এবং আদালত ভবনের নাম পরিবর্তন না করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। নোটিশের পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম