Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তঃসত্তা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ০০:২৩

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অন্তঃসত্তা স্ত্রী পলি আক্তার মীমকে হত্যার অভিযোগে স্বামী ইসমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রোববার (৬ মার্চ) ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার আগে ইসমাইলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার এ তথ্য জানান।

২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর রাতে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে ইসমাইল মীমকে কিল-ঘুষি মেরে এবং দেয়ালের সঙ্গে মাথা থেঁতলিয়ে হত্যা করে। এ ঘটনায় মীমের খালা রিনা বেগম কদমতলী থানায় মামলা করেন।

২০১৮ সালের ২৬ মে মামলাটি তদন্ত করে ইসমাইলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন ডেমরা জোনাল টিমের পুলিশ পরিদর্শক আব্দুল হক। ২০১৯ সালের ১১ এপ্রিল ইসমাইলের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

অন্তঃসত্তা স্ত্রী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর