আল-আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৬ মার্চ ২০২২ ১৮:০৩ | আপডেট: ৬ মার্চ ২০২২ ২৩:৪৬
ঢাকা: কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত শুক্রবার (৪ মার্চ) বিশ্বের প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখেন তিনি।
রোববার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পরিদর্শনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষা ইসলামের মধ্যপন্থি ও শান্তিপূর্ণ মূল্যবোধকে সমুন্নত করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার লক্ষ্য মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও বোঝাপড়া। বিভিন্ন ক্ষেত্রে পাওয়া এ শিক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালনের সুযোগ করে দেবে।
প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক পরিচালকও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিএস/টিআর