Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন প্রত্যাহার করলেন যুথি, থাকছেন তানিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ২২:৩৯ | আপডেট: ৭ মার্চ ২০২২ ০৮:২০

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে সম্পাদক পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন নাহিদ সুলতানা যুথি। তিনি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করা তানিয়া আমীর তার অবস্থানে অটল রয়েছেন।

নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার (৬ মার্চ) রাত ১০টার দিকে তারা দু’জনে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা দু’জনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে মনোনয়ন চেয়েও পাননি। পরে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে নাহিদ সুলতানা যুথি সারাবাংলাকে বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ধারায় প্রতিবন্ধকতা না করার প্রয়াসে এবং বিজ্ঞ আইনজীবীদের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় আনুগত্য প্রকাশ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের বিজয়ের লক্ষ্যে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।

‘দলীয় মনোনয়নে স্বচ্ছতা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমি সেই প্রয়াসেই কাজ করে যাব,’— বলেন যুথি।

আরও পড়ুন- সুপ্রিম কোর্ট বারে স্বতন্ত্র প্রার্থী তানিয়া আমীর ও নাহিদ যুথি

তবে প্রার্থিতা অব্যাহত রাখার কথা জানিয়ে তানিয়া আমীর সারাবাংলাকে বলেন, আমি যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের ভোট চেয়েছি। নারী-পুরুষ নির্বিশেষে সবার ভোট চাই আমি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আমার দলীয় ও সিনিয়র আইনজীবী এবং বন্ধুরা আমার জন্য দোয়া ও সমর্থন অব্যাহত রেখেছেন। অনেকেই হয়তো প্রকাশ্যে সেটি দেখাতে পারছেন না। কিন্তু আমার প্রতি দলমত নির্বিশেষে সবার সমর্থন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি প্রয়াত শ্রদ্ধেয় আইনজীবী সৈয়দ শামসুল হকের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ঐক্যের ডাক দিচ্ছি, যেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের পুরনো ঐতিহ্য, ঐক্য ও স্বাধীনতা পুনরুদ্ধার করা যায়। আইনজীবীদের পূর্ণাঙ্গ মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচনে ভোট নেওয়া হবে।

আরও পড়ুন- মনোনয়নপত্র বোর্ডেই জমা হয়নি, অভিযোগ অ্যাডভোকেট যুথির

তফসিলে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমাদান, ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

এই নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে দু’টি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরেও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মনোনয়ন প্রার্থী ছিলেন তানিয়া আমীর ও নাহিদ সুলতানা যুথি। এর মধ্যে তানিয়া আমীর সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সংবিধানের অন্যতম প্রণেতা এম. আমীর-উল ইসলামের মেয়ে। আর নাহিদ সুলতানা যুথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। আওয়ামী প্যানেলে মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

তানিয়া আমির নাহিদ সুলতানা যুথি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর