Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ২১:৪৪

রাজবাড়ী: রাজবাড়ীতে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ মার্চ) বিকেলে রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা মারকাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রাফি পৌর শহরের সজ্জনকান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাফি তার দুই বন্ধুর সঙ্গে খেলতে বের হয়। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সে বাসায় ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন জানতে পারে রাফি তার দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলো।

পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে রাফির লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশু রাফির মৃত্যু হয়।’

সারাবাংলা/এমও

পানিতে ডুবে মৃত্যু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর