Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে নৌ মহড়া শেষে ফিরল যুদ্ধজাহাজ

সারাবাংলা ডেস্ক
৬ মার্চ ২০২২ ১৯:৩৭ | আপডেট: ৬ মার্চ ২০২২ ১৯:৫৭

চট্টগ্রাম ব্যুরো: ভারতের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’।

রোববার (৬ মার্চ) দুপুরে যুদ্ধজাহাজটি চট্টগ্রামে নৌবাহিনীর জেটিতে এসে পৌঁছায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি ভারতের উদ্দেশে রওনা করে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বিশাখাপত্তমে অনুষ্ঠিত মহড়ায় ৪৬টি দেশের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীও যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়।

যুদ্ধজাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ সদস্য এই মহড়ায় অংশ নেন।

সারাবাংলা/আরডি/টিআর

যুদ্ধজাহাজ ওমর ফারুক