Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০০ লিটার তেল মজুত রাখায় দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ২০:২৬

রাজশাহী: গুদামে সয়াবিন তেল রেখে কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করছিলেন রাজশাহীর এক দোকানি। তেল নিতে গেলে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিলো। রোববার (৬ মার্চ) দুপুরে মহানগরীর হাদির মোড় এলাকার শাহাবুদ্দিন স্টোরের গুদামে অভিযান চালালে পাওয়া যায় বোতলজাত ৮০০ লিটার সয়াবিন তেল। এসময় দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. জুয়েল (৪২)। দোকানের পাশেই একটি বাড়ির দোতলায় তার গুদাম। জুয়েল সেখানেই লুকিয়ে রেখেছিলেন ৮০০ লিটার সয়াবিন তেল। জরিমানার অর্থ জুয়েল তাৎক্ষণিক পরিশোধ করেছেন।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান-আল-মারুফ বলেন, ‘ক্রেতা সেজে আমরা জুয়েলের দোকানে যাই। তখন জুয়েল জানান তার দোকানে সয়াবিন তেল নেই। এত বড় দোকানে সয়াবিন তেল নেই দেখে আমাদের সন্দেহ হয়। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তার গুদাম সম্পর্কে খোঁজ পাই। তারপরও জুয়েল কোনভাবেই গুদামে নিয়ে যাবেন না। একরকম জোর করে সেখানে গিয়ে ৮০০ লিটার তেল পাওয়া যায়।’

তিনি জানান, সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টার অভিযোগে জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে জুয়েল সব তেল বোতলে লেখা মূল্যে বিক্রি করে দেবেন বলে মুচলেকা দিয়েছেন।

তেল বিক্রি না করলে তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

৮০০ লিটার তেল জরিমানা তেল মজুত ভোক্তা অধিকার সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর