Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর আমিরাত সফরে ৪/৫টি সমঝোতা স্মারক

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ১৯:২৩

ঢাকা: আগামী ৭-১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সফর রয়েছে, সেখানে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারেও বেশ আশাবাদী। প্রধানমন্ত্রীর এই সফরে সবমিলিয়ে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে।

রোববার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ড. মোমেন জানান, এই সফরে কি কি সমঝোতা হতে পারে সেগুলো এখনো চূড়ান্ত নয়। তবে ৪ থেকে ৫টি সমঝতো সই হতে পারে এটা নিশ্চিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মার্চ আরব আমিরাত যাবেন। ৮ মার্চ নারী দিবসের একটা প্রোগ্রামে যোগ দেবেন। এই সফরে দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।’

আরব আমিরাতকে বাংলাদেশের বড় শ্রমবাজার হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে শুরু করে এই একটি দেশ থেকেই বাংলাদেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ।’

দেশটিতে চলমান উন্নয়ন পরিকল্পনা ও সে মোতাবেক কর্মযজ্ঞে আমাদের দেশের শ্রমবাজারের জন্য অনন্য সুযোগ তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী।

করোনার মধ্যেও দেশটিতে শ্রমিক পাঠানোর বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই করোনাকালীন সময়ের মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পরেও আমাদের জন্য তাদের শ্রমবাজার আংশিক খুলে দিয়েছে যা আমাদের একটি কূটনৈতিক সাফল্য। আমি এর জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত অর্থবছরে এই করোনার সময়েই বাংলাদেশ থেকে প্রায় ৩০ হাজার শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে।’

এ সময় মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও জোরালো করতে দুইদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে জয়েন্ট বিজনেস ফোরামের আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘এই যৌথ ফোরাম আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই লাভজনক হবে। সৃষ্টি হতে পারে বিনিয়োগের নতুন ক্ষেত্র।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের মোট আমদানি-রফতানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। তবে বাণিজ্য ঘাটতি এখনও দেড় বিলিয়ন ডলারের মতো। এর মূল কারণ আমরা তাদের কাছ থেকে শুধু জ্বালানি তেল আমদানি করে থাকি। ’

তিনি বলেন, ‘রফতানির পরিমাণ আরও বাড়ানোর জন্য এ সফরে গুরুত্বারোপ করা হবে। সে জন্য বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি শিপিং চালু নিয়ে আলোচনা করা হবে।’

ড. মোমেন আরও বলেন, ‘আমরা নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনসহ টেকসই উন্নয়নের জন্য আমিরাতের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আলোচনায় বসব। এ ছাড়া আইসিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায়ও আমরা দুই দেশ কাজ করতে আলোচনা করা হবে।’

সারাবাংলা/টিএস/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঝোতা স্মারক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর