ইউক্রেনে যুদ্ধ করছেন বাংলাদেশি তায়িব, উদ্বেগে পরিবার
৬ মার্চ ২০২২ ১৮:৪০ | আপডেট: ৬ মার্চ ২০২২ ১৮:৫৩
গাজীপুর: ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক মো. তায়িব। ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া তায়েবের বাড়ি গাজীপুরে। পরিবারের নিষেধাজ্ঞা অমান্য করে যুদ্ধে অংশ নেওয়ায় দুঃশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। যুদ্ধ শেষে কবে বাড়ি ফিরবেন মা-বাবার আদরের তায়িব, তা এখনও জানে না কেউই।
জানা যায়, ১৯৯০ সালের ২৭ নভেম্বর ইউক্রেনে যান ব্যবসায়ী মোহাম্মদ হাবিব। ইউক্রেনের রাজধানী কিয়েভের নিপ্রস্কি জেলায় ত্রিশ বছর ধরে বসবাস করছেন তিনি। সাংসারিক জীবনে মোহাম্মদ তায়িব ও মোহাম্মদ কারিম নামে তার দুই ছেলে রয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার বিপক্ষে লড়াই করা বাংলাদেশি বংশোদ্ভূত যুবক মোহাম্মদ হাবিবের বড় ছেলে মো. তায়িব। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে।
শহরের কিয়েভেস্কি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়েন তায়িব। রাশিয়া যেদিন বোম্বিং শুরু করে ওইদিন সকালেই সে যুদ্ধে চলে যায়। এ নিয়ে তার গ্রামের বাড়িতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে আত্মীয়-স্বজনরা।
তায়িবের দাদি গোলমেহার খাতুন বলেন, ‘তায়িব যেনো সুস্থ ভাবে বাড়িতে ফিরে আসতে এটাই শুধু চাওয়া। সেই ছোটবেলা চাচার বিয়েতে এসেছিল সে। এরপর আর দেখা হয়নি আমার নাতির সঙ্গে। আমার ছেলে হাবিবের জন্য যেমন কষ্ট লাগে ঠিক তেমনি হয়তো তায়িবের মায়েরও কষ্ট লাগে।’
কেমন আছে তায়িব, তা এখন কেউই জানে না। তবে ভাতিজাকে নিয়ে গর্ব করে তায়িবের ছোট চাচা ইতালি প্রবাসী মোহাম্মদ রাসেল বলেন, ‘তায়িবের বাবা মোহাম্মদ হাবিবকে সুস্থ ভাবে যেনো বাড়ি ফিরিয়ে আনা হয় সরকারের কাছে এই কামনা করি। ভাতিজা যেহেতু যুদ্ধে গেছে, সে কবে ফিরবে তা জানি না। কিন্তু আমার ভাইকে অন্তত সুস্থভাবে ফিরিয়ে আনা হোক।’
তায়িবের চাচি শাহিনুর বলেন, ‘ছোট বেলায় যখন এসেছে তায়িবকে আমি চাচি-চাচা এসব ডাকনাম শিখিয়েছি। সেই ছোট্ট তায়িব যুদ্ধে গেছে এটা মন মানতে চায় না। কেমন আছে কিছুই জানি না। বারবার তার ছোটবেলার স্মৃতিগুলো ভেসে উঠছে।’ সুন্দর ভাবে যেন তায়িব ফিরে আসতে পারে সেই কামনা তায়িবের চাচি শাহিনুরের। সকলের কাছে দোয়া কামনাও করেন তিনি।
তায়িবের বাবা মোহাম্মদ হাবিব বলেন, ‘আমার ছেলে আমাকে কোনো কিছু না জানিয়ে রাতের আঁধারে যুদ্ধে চলে যায়। আমি ইউক্রেনে আছি। টাকা থাকার পরও খাবার কিনতে পারছি না। খুব আতঙ্কে আছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। দয়া করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছেলেকে নিয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না।’
সারাবাংলা/এমও