Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ১৭:৪৪

জয়পুরহাট: সদর উপজেলার বিল্লাহ পশ্চিম পাড়া গ্রামে ভিমরুলের কামড়ে হালিমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হালিমা বেগম জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ পশ্চিম পাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে। আহতরা হলেন- সোলায়মান (৭৫ ), তার ছেলে আবুল হোসেন (৬০), আব্দুল সবুর (৫২), সবুরের স্ত্রী শামীমা (৪৫) ও মেয়ে সুমাইয়া (২২)।

ওসি আলমগীর জাহান, নিহত হালিমা বেগমসহ তার স্বজনরা বাড়ির পাশে বসে ছিলেন। এসময় পাশের আমগাছে থাকা কয়েকটি ভিমরুল তাদের কামড় দেয়। এতে ৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগমের মৃত্যু হয়।

সারাবাংলা/এমও

জয়পুরহাট ভিমরুল ভিমরুলের কামড়