অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: পুতিন
৬ মার্চ ২০২২ ১২:৪০
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিবেশি রাষ্ট্র ইউক্রেনে হামলা চালানোর কারণে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) মিত্রদেশগুলো রাশিয়ার ওপর নানা ধরেনর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
মস্কোর কাছে একটি অ্যারোফ্লট প্রশিক্ষণ কেন্দ্রে একদল মহিলা বিমান পরিচালকের সঙ্গে কথা বলার সময় গতকাল শনিবার (৫ মার্চ) পুতিন এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এখন পর্যন্ত তা (যুদ্ধ) ঘটেনি।’ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধে অংশগ্রহণ হিসাবে দেখা হবে বলেও সতর্ক করেন তিনি।
ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। এর মধ্যে বিদেশে থাকা পুতিনের সব সম্পদ জব্দ করা এবং আন্তর্জাতিক অর্থপ্রদান ব্যবস্থা সুইফট থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংক বাদ দেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার কারণে চাপে পড়েছে রুশ অর্থনীতি। একে একে দেশটি থেকে ব্যবসা বন্ধ করে দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান। ঠিক এমন সময়ে পশ্চিমা নেতাদের এ সতর্কবার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
সারাবাংলা/এনএস