Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়রা ও বেলুন উড়িয়ে পাট দিবসের র‌্যালি উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ১২:৩২

ঢাকা: আজ (৬ মার্চ) জাতীয় পাট দিবাস। দিসটি উপলক্ষে রোববার (৬ মার্চ) সকাল নয়টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সামনে থেকে আব্দুল গনি রোডে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে র‌্যালির উদ্ধোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক আতাউর রহমানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

বিজ্ঞাপন

র‌্যালিটি ওসমানী স্মৃতি মিলনায়নের সামনে থেকে শুরু হয়ে আব্দুল গণি রোড ঘুরে ফের ওসমানী স্মৃতি মিলনায়তনে এসে শেষ হয়।

এবার পাট দিবসের স্লোগান হচ্ছে- ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।’

র‌্যালি শেষে সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে। এবার পাট দিবস উপলক্ষে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

এদিকে পাট দিবস উদযাপনকারী প্রতিষ্ঠান বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে কৃত্রিম তন্তুর (পলিথিন) ব্যবহার বৃদ্ধি পেলেও বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে পাটজাত পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পাটচাষি, পাটজাত পণ্যের উৎপাদনকারী ব্যবসায়ী, বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তা, পাটজাত পণ্যের ব্যবহারকারী সবাইকে সম্পৃক্ত করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ জাতীয় পাট দিবস দেশব্যাপী উদযাপিত হচ্ছে।

উল্লেখ্য পাটের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পটভূমি বিবেচনায় ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চ জাতীয়ভাবে পাট দিবস ঘোষণা করেন। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।

সারাবাংলা/জিএস/একে

গোলাম দস্তগীর গাজী জাতীয় পাট দিবস টপ নিউজ পাট দিবস র‌্যালির উদ্বোধন