Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্ত ইউক্রেন প্রতিনিধি নিজ দেশে খুন

আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২২ ১১:৩০ | আপডেট: ৬ মার্চ ২০২২ ১৪:১০

কিয়েভে রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে যায় ভবনটি, ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনার সঙ্গে যুক্ত ইউক্রেনের এক প্রতিনিধিকে হত্যা করা হয়েছে। নিহত ডেনিস কিরেয়েভ আলোচনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদফতর এ তথ্য জানিয়েছে। খবর রাশিয়ার সংবাদ সংস্থা তাস’র।

এক বিবৃতিতে প্রধান গোয়েন্দা অধিদফতর জানায়, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদফতরের তিন গোয়েন্দা কর্মকর্তা বিশেষ কার্য সম্পাদন করার সময় নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—  ডলিয়া অ্যালেক্সি ইভানোভিচ, চিবিনেয়েভ ভ্যালেরি ভিক্টোরোভিচ ও কিরেয়েভ ডেনিস বোরিসোভিচ। তারা ইউক্রেনকে রক্ষা করতে গিয়ে মারা গেছেন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে গতকাল শনিবার (৫ মার্চ) ইউক্রেনের পার্লামেন্ট সদস্য আলেকজান্ডার ডুবিনস্কি বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তাদের হাতে আটক থাকা অবস্থায় কিরেয়েভকে হত্যা করা হয়।

সংবাদ সংস্থা স্ট্রানা পোর্টাল একটি পুরুষ দেহের একটি ছবি প্রকাশ করেছে। যা কিরেয়েভের হত্যাকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ইউক্রেন-রাশিয়া রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর