Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানগর জাপায় বর্ণিল সম্মেলনের ব্যাপক কর্মযজ্ঞ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ১০:৩৪ | আপডেট: ৬ মার্চ ২০২২ ১২:৪৬

প্রায় ৫ বছর পর আগামী ১২ মার্চ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হবে। জাকজমকপূর্ণ সম্মেলনের জন্য ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জানা গেছে, নতুন কমিটিতেও সভাপতি পদে থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য এমপি সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক জহিরুল রুবেল।

এর আগে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। সেই সম্মেলনে জাপার তৎকালীন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল আলম রুবেলের নাম ঘোষণা করেছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, এবারের সম্মেলনটি নান্দনিক ও প্রযুক্তি নির্ভর করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত একমাস ধরে একাধিক টিম কাজ করছে। সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ জাপার কর্মকাণ্ড বিভিন্নভাবে তুলে ধরা হবে।

ইতোমধ্যেই সম্মেলনকে ঘিরে দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিশাল আকৃতির ছবি, বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে নগরজুড়ে। রাজধানীর বিভিন্ন স্থানে সম্মেলন প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে তোরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে জোর প্রচারণা।

নগর জাপা সূত্রে জানা গেছে, দক্ষিণ জাপার সম্মেলনকে কেন্দ্র করে গত তিনমাস ধরে দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড সম্মেলন চলছে। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে থানা সম্মেলন। বিরতিহীনভাবে চলবে আগামী ৯ মার্চ পযন্ত। ইতোমধ্যেই ওয়ারি, খিলগাঁও, মতিঝিল, পল্টন, বংশাল থানা জাতীয় পার্টির সম্মেলন শেষ হয়েছে। আগামী ৯ মার্চের মধ্যে শেষ হবে কদমতলী, শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, লালবাগ, হাজারীবাগ, কলাবাগান, রমনা ও ধানমণ্ডি থানার সম্মেলন। এছাড়া দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের মধ্যে অর্ধশত ওয়ার্ডের সম্মেলন শেষ হয়েছে। ওয়ার্ডগুলো হলো, মহানগর জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুরের ৫১ ও ৫৪ নং ওয়ার্ড এবং কদমতলীর থানার ৫২, ৫৩ ও ৫৮ নং ওয়ার্ড। এছাড়া মতিঝিল থানার ৯, ১০, মুগদা থানার ৭২, লালবাগ থানার ২৪, ২৫, খিলগাঁও থানার ১, ২, ৩, ৭৫ চকবাজার থানার ২৭, সবুজবাগ থানার ৭৩, ৭৪, বংশাল থানার ৩৩, ৩২, ৩৪, ডেমরা থানার ৬৬, ৬৭, ৬৮, ৫৫, যাত্রাবাড়ী থানার ৬৩, ৬৪, ৬২ নিউমার্কেট থানার ১৮, শাহবাগ থানার ২০, ১৬ ও ধানমণ্ডি থানার ১৫ নং ওয়ার্ড।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সভাপতিত্ব করবেন জাপার কো-চেয়ারম্যান ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনব বাবলা এমপি। সম্মেলনে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সালাম ইসলাম এমপিসহ র্শীর্ষ নেতা বক্তব্য রাখবেন। নগর দক্ষিণ জাপার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে কমপক্ষে ৭ হাজার নেতাকর্মী এই সম্মেলনে অংশ নেবেন।

সারাবাংলা/এএইচএইচ/এএম

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর