পঞ্চগড়ে নিজ বাড়িতে ব্যবসায়ীকে হত্যা
৬ মার্চ ২০২২ ০৯:৩২ | আপডেট: ৬ মার্চ ২০২২ ১২:৩২
পঞ্চগড়: পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে গোলাম আজম (৫২) নামের বিশিষ্ট পাথর ও পরিবহন ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজের বাসস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গোলাম আজম উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াপাড়া এলাকার সাবেক সড়ক বিভাগের কর্মচারী মৃত নরুল ইসলামের দ্বিতীয় ছেলে। তিনি জেলা পাথর বালি সমিতি এবং বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় তার বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী গিয়ে দেখে বেডরুমে পড়ে আছে গোলাম আজমের লাশ। রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিবিআই তদন্ত টিম ঠাকুরগাঁও তদন্তের আলামত সংগ্রহ করেছে।
রফিকুল ইসলাম নামে এক এলাকাবাসী বলেন, সন্ধ্যা সাতটার দিকে গোলাম আজমের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পাই। ছুটে এসে দেখি বাড়ির মেইনগেট বন্ধ। পরে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে তার মৃতদেহ দেখতে পাই।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিঞা বলেন, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটে মৃত্যু কারণ জানা যাবে।
সারাবাংলা/এএম