সবুজবাগে ট্রাকচাপায় সাইকেল চালক শিশু নিহত
৫ মার্চ ২০২২ ২৩:৪৬ | আপডেট: ৫ মার্চ ২০২২ ২৩:৪৭
ঢাকা: রাজধানীর সবুজবাগে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক সাজ্জাদ হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে মধ্য বাসাবো সুমন স্যানেটারি দোকানের সামনে ঘটনাটি ঘটে।
নিহত সাজ্জাদ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে। বর্তমানে তার পরিবার সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় ভাড়া থাকে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘বেলা পৌনে ১২টার দিকে মধ্য বাসাবোর রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল সাজ্জাদ। এ সময় একটি মাটি টানার ড্রাম ট্রাকের নিচে পরে যায় সে। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়ে দেওয়া হয়।’
তিনি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি জব্দ করে পুলিশ। আর চালক মোশারেফকে (৪৮) আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মৃত সাজ্জাদের বাবা মো. রিয়াজ জানায়, সে নিজে পিকআপ গাড়ি চালায়। চার ভাইয়ের মধ্যে সাজ্জাদ ছিল ছোট। সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল সাজ্জাদ। পরে জানতে পারে সড়ক দুর্ঘটনায় ছেলে মারা গেছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম